Advt

Advt

chhuti-kabita-by-rumpa-nath-debnath-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ছুটি-কবিতা-রুম্পা-নাথ-দেবনাথ

chhuti-kabita-by-rumpa-nath-debnath-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ছুটি-কবিতা-রুম্পা-নাথ-দেবনাথ
 

শালিখ পাখি, শালিখ পাখি।       

করছো কেনো ডাকা ডাকি?

 

দেখছেনা আজ সকাল হতে

আরও একটু খানিক বাকি!    

      

তোমার তো বেশ ভারি মজা,   

নাইকো তোমার অঙ্ক কষা।  

 

রবিবারের ছুটির দিনে।         

আমার মতো পড়তে বসা। 

      

ভেবোনা আজ এমনি করে         

কাটিয়ে দেবো সারাটা দিন,     

 

খানিক বাদে মা বলবেন।        

নাচতে হবে তা - ধিন - ধিন।  

   

আমার কি আর সময় আছে।   

তোমার মতো জগৎ ঘোরা!

      

দুপুর হতে না হতে।                 

পাতায় পাতায় রঙ ভরা।

       

খেলার মাঠে বন্ধুরা সব।      

 বিকেল বেলা আসে। 

             

আমার মাথা তখন ঘোরে।       

কম্পিউটারে বসে।     

             

নিঃশব্দ রাতের আকাশ।            

ছুটি চাঁদ মামার ,      

               

বাবার তো আজ ছুটি আছে,    

শুধু নেই কেনো আমার ?

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।    

 

কবি পরিচিতি -

রুম্পা নাথ দেবনাথ ছোটবেলায় স্কুল থেকেই কবিতা লেখা শুরু করেন। একসময় স্কুলে শিক্ষকতাও করেছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক। কবিতা তাঁর প্রথম ভালবাসা।  ছোট গল্প লেখাতেও পারদর্শী।  কবিতা লিখে, পড়ে এবং আবৃত্তি করে আনন্দ পান। সংসারের বহু কাজের মধ্যেও কবিতা লেখা  ও আবৃত্তি করা ছাড়েননি।  নিয়মিত লিখে চলেছেন।