এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সময়
দেখা হয়েছিল, মনে পড়ে
ছিল না কোনও পূর্ব পরিচয়, তবুও
কেমন যেন একাত্ম হয়েছিল মন।
সেদিন কোনও কথার বিনিময় হয় নি
চোখের মণিতে মণিতে মিলেছিল ভাষা।
নাম জানার তাগিদ আমাদের ছিল না
ছিল শুধু অন্তরঙ্গ ভালবাসার বাসনা।
প্রেমময় অন্তরে চলছিল তরীখানির খোঁজ
মনের মত বন্ধু খোঁজার জন্য পথে নেমেছিল প্রাণ
আমরা কেউ পরস্পরকে আদৌ চিনতাম না;
হয়তো ঘর বাঁধবার স্বপ্ন ছিল অন্য পরিচয়ে।
-----------------------------------------------------------------------------------------
কবি পরিচিতি -
জন্মঃ কলকাতার বাগবাজারে। মহারাজা কাসিমবাজার স্কুল ও বিদ্যাসাগর কলেজে পড়াশুনা। বিজ্ঞানে স্নাতক। স্কুল, কলেজ, অণু পত্রিকা ও বিভিন্ন ম্যাগাজিনে লেখা। নাটক ও স্কাউটিং এর সাথে যুক্ত। বর্তমানে দিল্লী ও কলকাতার বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করেন। কলমের সাত রঙ পত্রিকার একজন সক্রিয় সদস্য।