যীশু খ্রীস্টের জন্ম কবে হয়েছিল সে কথা সঠিকভাবে কেউ জানেন না ।
এমনকি সে ব্যাপারে বাইবেলের কোথাও কোনো লেখা নেই বা উল্লেখ নেই ।
যীশুর জন্মের সঠিক তারিখ নির্ধারণ করা বিজ্ঞানীদের পক্ষে কঠিন বলে মনে হয়েছে। প্রতিবাদী এবং ক্যাথলিকরা বিশ্বাস করেন যে যীশুখ্রীষ্ট ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন এবং গোড়া খ্রীস্টানরা ৬-৭ জানুয়ারি রাতে তার জন্মদিন পালন করেন।
রোমে ৩৩৬ খ্রীস্টাব্দের ২৫ ডিসেম্বর যীশুখ্রীষ্টের জন্মদিন পালন করা হয় । এরপর ৩৫০ খ্রীস্টাব্দে পোপ জুলিয়াস এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে যীশুখ্রীষ্টের জন্মদিন হিসেবে ঘোষণা করেন। তখন থেকে ২৫ শে ডিসেম্বর যীশু খ্রীষ্টের জন্মদিন বা ক্রিস্টমাস-ডে হিসাবে পালিত হয়।
যীশুর বাবার নাম জোশেফ এবং মায়ের নাম মেরি বা মরিয়ম । (মতান্তরে যীশু কুমারী-মায়ের সন্তান ছিলেন।)
বাইবেলের লেখক এবং অনুসারীদের মতানুসারে যীশুখ্রীষ্টের জন্মস্থান জেরুজালেমের দক্ষিণে অবস্থিত বেথেলহেম শহরে । ইহুদীরা এখানে বসবাস করতেন। গসপেল অনুসারে যীশুর জন্ম ইহুদী ভূখণ্ডে হয়েছিল । এই দেশগুলো সেই সময় রোমের অধীনস্থ ছিল । যীশুর মা-বাবা নাসরাতের বাসিন্দা ছিলেন।
রোমের শাসক অগাস্টাস তার অধীনস্থ দেশগুলোতে একবার আদমশুমারি করার নির্দেশ দিয়েছিলেন এবং বলা হয়েছিল প্রত্যেকেই যেন তার শহরে উপস্থিত হয়। সেই মতো মেরি এবং জোশেফ সেখানে গিয়ে দেখলেন শহরটি বহিরাগত মানুষে ভরে গেছে। এবং দিনশেষে সন্ধ্যে হয়ে এলে ওই দম্পতি অন্য কোনো আশ্রয় না পেয়ে একটি পশু রাখার গুহায় আশ্রয় নেন (আস্তাবল)। ওই রাতে মেরি একটি শিশুর জন্ম দেন যিনি যীশু নামে পরিচিত এবং খ্রীস্ট ধর্মের প্রবর্তক।
লেখক পরিচিতি –
ধনঞ্জয় পাল চাকুরীজীবি। শিলিগুড়ি নিবাসী। সংস্কৃতিমনস্ক, সাহিত্যপ্রেমী । বিভিন্ন সাহিত্য পত্রিকায় লেখালিখি করেন। সাহিত্য নিয়ে থাকতেই বেশি ভালবাসেন।
Tatkhanik digital bengali online e magazine