কার্তিক মাসের অমাবস্যায়
তুমি আসো শ্যামা মা ।
অসুরদের বধ করো তুমি,
ভক্তদের করো ক্ষমা ।।
তোমার আগমনে ঘরে ঘরে
শত দীপ ওঠে জ্বলে,
জয়ধ্বনি দেয় ভক্তগণ
"জয় মা কালী" বলে । ।
এক হাতে দাও বরাভয়,
এক হাতে করো অসুর নাশ ।
ভক্তদের কাছে দেবী তুমি,
অসুরদের কাছে তুমি ত্রাস ।।
কবি পরিচিতি –
ধনঞ্জয় পাল চাকুরীজীবি। শিলিগুড়ি নিবাসী। সংস্কৃতিমনস্ক, সাহিত্যপ্রেমী । বিভিন্ন সাহিত্য পত্রিকায় লেখালিখি করেন। সাহিত্য নিয়ে থাকতেই বেশি ভালবাসেন।
Tatkhanik digital bengali online e magazine