Advt

Advt

boka-nay-heerer-tukro-chhele-kabita-poem-poetry-by-tapan-chatterjee-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-বোকা-নয়-হীরের-টুকরো-ছেলে-তপন-চট্টোপাধ্যায়

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিককরুন ।

boka-nay-heerer-tukro-chhele-kabita-poem-poetry-by-tapan-chatterjee-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-বোকা-নয়-হীরের-টুকরো-ছেলে-তপন-চট্টোপাধ্যায়
 

লিমেরিক

কলকাতার ছেলেটি সবাইয়ের চোখে দারুন বোকা

হেসে কুটিপাটি মেয়েরা নাম দিয়েছিল ন্যাকা,

যেদিন সে পড়ে গেল রাস্তার ধারের নালায়

তার বোকা পরিচয় ছড়িয়ে গেল পাড়ায় পাড়ায়,

একদিন ছেলেটি স্কলারশিপ পেয়ে গেল আমেরিকা।

 

হাইকু

ছিল না বোকা

কলকাতার ছেলে,

গেল লণ্ডনে ।

 

রুবাই

ভেবেছিল যাকে কলকাতার সব চেয়ে বোকা

সে ছিল ইতিহাস দর্শন বইয়ের পোকা, 

কলেজের ছাত্রছাত্রীরা হয়েছিল তার ভক্ত,

হীরের টুকরো  সেই ছেলে চলে গেল ওসাকা।


কবি পরিচিতি-

তপন চ্যাটার্জীর জন্ম কলকাতার উপকণ্ঠে কাঁচরাপাড়ায়। শিক্ষাগত যোগ্যতায় BE(Elect.),MBA এবং সর্বভারতীয় ইঞ্জিনীয়ারিং সারভিস্ পরীক্ষা দিয়ে CEA তে Asstt. Director পদে যোগ দিয়ে ২০০৯ সালে Chief Engineer পদ থেকে অবসর নিয়েছিলেন। এরপর কয়েক মাস GERC তে Consultant পদে কর্মরত থাকার পর আসাম ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনে (AERC) Member পদে যোগ দিয়ে ২০১৪ সালে অবসর নেন।

চাকরিসূত্রে দেশের বিভিন্ন জায়গায় এবং আমেরিকাকানাডাজার্মানিব্রিটেন ও সমগ্র পশ্চিম ইউরোপে বেশ কয়েকবার ভ্রমণ করেছেন। বিভিন্ন টেকনিক্যাল ম্যাগাজিন ও সেমিনারে  লেখা প্রকাশিত হয়েছে ও Guest Faculty তে ছিলেন।

সাহিত্যের জগতে তপন চ্যাটার্জী কবিতা ,গল্প ,ভ্রমণ‌ কাহিনী  এবং প্রবন্ধ লেখেন ও বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হয় এবং একটি কবিতার বই আছে।

একজন বাচিক শিল্পী হিসেবে তপন চ্যাটার্জীর বেশ  কয়েকটি আবৃত্তি এবং অন্যান্য অনুষ্ঠান YouTube এবং Facebook এ আছে ও সমাদৃত হয়েছে।