কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
আকাশে ধাতব দু ডানার যান
ক্রমাগত
চক্কর মারে।
সাদা মার্বেলের গোলার মত
ক্ষেপণাস্ত্র
নিক্ষেপ।
পারমানবিক
অস্ত্রশস্ত্রতে
ঠাসা নৌবহর
শয়ে শয়ে বোমারু বিমানের চোক রাঙানো
সাঁজোয়া
বাহিনী, রণতরী
ইউক্রেন
দখলের অসম লড়াই।
অলিভ রঙের রুশ সেনাদের উল্লাস
বেয়োনেটে
ছিঁড়ে যাওয়া নাড়িভুঁড়ি
শয়ে শয়ে অসহায় গৃহহীন মানুষ
আর ধর্ষিত নারীদের ক্রন্দন।
বছর বদলে যায়, যুদ্ধ থামে না
পুতিনের
স্পর্ধা, জেলেনস্কির
জেদ
রাস্টসঙ্ঘের
ব্যর্থতা, তবুও
হিংসার
সঙ্গেই
চলুক শান্তি প্রচেষ্টা।
কবি পরিচিতি -
জন্মঃ কলকাতার বাগবাজারে। মহারাজা কাসিমবাজার স্কুল ও বিদ্যাসাগর কলেজে পড়াশুনা। বিজ্ঞানে স্নাতক। স্কুল, কলেজ, অণু পত্রিকা ও বিভিন্ন ম্যাগাজিনে লেখা। নাটক ও স্কাউটিং এর সাথে যুক্ত। বর্তমানে দিল্লী ও কলকাতার বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করেন। কলমের সাত রঙ পত্রিকার একজন সক্রিয় সদস্য।