Advt

Advt

dol-jatra-feature-by-dhananjoy-paul-tatkhanik-digital-bengali-online-bangla-web-e-magazine-দোলযাত্রা

dol-jatra-feature-by-dhananjoy-paul-tatkhanik-digital-bengali-online-bangla-web-e-magazine-দোলযাত্রা

 

ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা পালন করা হয় । একে দোল-পূর্ণিমা ও বসন্ত উৎসবও বলা হয়। সারা পশ্চিমবঙ্গে দোল উৎসব মহা ধুমধামে পালন করা হয়। উত্তর ভারতে দোলযাত্রাকে 'হোলি' বলা হয় । ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে থাকা ভারতীয়রা এই রঙ্গীন উৎসবে অংশগ্রহণ করে থাকেন ।

     এই উৎসবে সমবয়সীরা একে অপরের মুখমন্ডলে ও মাথায় রং মাখিয়ে দেয়। ছোটোরা বড়োদের পায়ে আবির দেয় । ও বড়োরা ছোটদের কপালে টিকা পরিয়ে দেয় । আবির বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন - গোলাপী, লাল, হলুদ, সবুজ ইত্যাদি । দোলযাত্রায় প্রথম দিন শুকনো রঙ খেলা হয়ে থাকে । এই খেলা সাধারণত রাস্তায় বেরিয়ে দল বেঁধে খেলা হয়ে থাকে । সেই দল কখনো কখনো বাড়ি বাড়ি গিয়ে প্রতিবেশীদের, বন্ধুবান্ধবদের, আত্মীয়দের রং দিয়ে রাঙিয়ে দেয় । এবং যে বাড়িতে তারা রং দিতে যায় সেই বাড়ির লোকেরা ওই দলকে মিষ্টিমুখ করায় ‌ পরদিন জলরংও ব্যবহার করা হয় । বিভিন্ন রঙের গুঁড়ো জলে মিশিয়ে অপর ব্যক্তির শরীরে-মুখে মাখিয়ে দেওয়া হয় অথবা অপর ব্যক্তির প্রতি ছিটিয়ে দেওয়া হয়। রঙ্গীন জল অপর ব্যক্তিকে ছিটিয়ে দেওয়ার জন্য পিচকারি ব্যবহার করা হয় । আজকাল শিশুরা 'জল-বেলুনও' ব্যবহার করে থাকে।

     রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে 'বসন্ত উৎসব' চালু করেছিলেন । শান্তিনিকেতনে দোলযাত্রা 'বসন্ত উৎসব' নামে পরিচিত । এই বিশেষ উৎসব উপলক্ষ্যে শান্তিনিকেতনে প্রচুর পর্যটক সমাগম হয়। দোল-পূর্ণিমার আগের রাতে এবং দোলের দিন সকালে ও সন্ধ্যায় নাচ-গানের মাধ্যমে 'বসন্ত উৎসব' পালন করা হয় । মহিলারা হলুদ শাড়ি ও পুরুষেরা সাদা পায়জামা পাঞ্জাবি পরেন । সবার গলায় থাকে উত্তরীয় । প্রত্যেকে একে অপরকে আবিরে রাঙিয়ে দেয় ।

     আবার বৈষ্ণব ধর্ম মতানুসারে, ফাল্গুনী পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণ রাধা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলেছিলেন । এই উপলক্ষ্যে আজও নদীয়া জেলার নবদ্বীপে পালন করা হয় দোল উৎসব । এখানেও প্রচুর পর্যটক ও পুণ্যার্থীর সমাগম হয় । দোলের আগের দিন রাতে কাঠ, খড়, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে উৎসবের আয়োজন করা হয় । এই উৎসব 'নেড়া পোড়া' নামে পরিচিত। উত্তর ভারতে এই উৎসবটি রং খেলার পরদিন পালন করা হয় এবং এই উৎসব 'হোলিকা' নামে পরিচিত । দোলযাত্রায় হিন্দু জাতি ছাড়াও শিখ বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদেরও যোগ দিতে দেখা যায় ।

লেখক পরিচিতি –

ধনঞ্জয় পাল চাকুরীজীবি। শিলিগুড়ি নিবাসী। সংস্কৃতিমনস্ক, সাহিত্যপ্রেমী । বিভিন্ন সাহিত্য পত্রিকায় লেখালিখি করেন। সাহিত্য নিয়ে থাকতেই বেশি ভালবাসেন।