Advt

Advt

purnimar-chand-kabita-poem-poetry-by-dhananjoy-paul-tatkhanik-digital-bengali-online-bangla-web-e-magazine-পূর্ণিমার-চাঁদ

purnimar-chand-kabita-poem-poetry-by-dhananjoy-paul-tatkhanik-digital-bengali-online-bangla-web-e-magazine-পূর্ণিমার-চাঁদ

  কখনো দেখিনি যারে 

           আজ দেখলাম তাকে ।

 পূর্ণিমার চাঁদ বুঝি 

           কালো মেঘের ফাঁকে।।

 

 ব্যস্ত ছিলাম নিজ-কাজে 

           ছিল ব্যস্ত শহর ।

 দেখতেই তারে যেন 

           থেমে গেল প্রহর।।

 

ঘুনু-দার মোড়ে তারে 

          দেখেছি ভর-দুপুরে । 

মনের বীণা উঠল বেজে 

          কোন অজানা সুরে ।।

 

এক পলকের সেই 

          একটুখানি দেখা  

কেমন করে বদলে দিল 

          হাতের ভাগ্য রেখা ।।

 

চারটি চোখ এক হলো 

          এক হলো দুটি মন ।

সাক্ষী ছিল আকাশ বাতাস 

          সেই মাহেন্দ্রক্ষণ।।

 

আবার কবে দেখা হবে 

          রয়েছি সেই আশায় ।

আবার তার দেখা পেলে 

          বাঁধবো ভালবাসায় ।।

 

সারা জীবন থাকবো সুখে 

          বাঁধবো সুখের ঘর ।

হেসে খেলে কাটিয়ে দেবো 

           সারা জীবন ভর ।।

কবি পরিচিতি –

ধনঞ্জয় পাল চাকুরীজীবি। শিলিগুড়ি নিবাসী। সংস্কৃতিমনস্ক, সাহিত্যপ্রেমী । বিভিন্ন সাহিত্য পত্রিকায় লেখালিখি করেন। সাহিত্য নিয়ে থাকতেই বেশি ভালবাসেন।