Advt

Advt

Kolkata-boimela-ananta-joubana-poem-poetry-kabita-by-shakti-pada-mukhapadhaya-tatkhanik-digital-bengali-online-bangla-web-e-magazine-অনন্তযৌবনা

Kolkata-boimela-ananta-joubana-poem-poetry-kabita-by-shakti-pada-mukhapadhaya-tatkhanik-digital-bengali-online-bangla-web-e-magazine-অনন্তযৌবনা


কলকাতা বইমেলা”, তোমার প্রতীক্ষার বেলা, এবার পড়ে এল যে,    

আসবে তুমি সবাই জানি, মাঘের হিমের সাথে, ধ্যানগম্ভীর সাজে

গঙ্গার সলিলে হরষিত হিল্লোল, পথে ঘাটে উচ্ছ্বাস,“ছুটিটা নেবে কবে”?

সবার ঘড়ির বুকে কাঁটাটা ছুটছে খুব, সময়ের আগেই পৌঁছে যেতে হবে

 

একতার হাতিয়ার, বিবেকের বান্ধবী, তুমি নীলকণ্ঠি চেতনাকে নাড়িয়ে,

ধর্মের বর্ম, জ্ঞানের ভাণ্ডারী, তুমিই কাণ্ডারী হতাশাকে হারিয়ে

মগজে দিয়ে শান খুদের কলতান, জীবনের জয়গান কবিতার ভেলাতে,

নতুন বন্ধু মেলে, দেশ বিদেশে মেলে, আসি ফিরে বারে বারে মিলন মেলাতে

 

পর্তুগিজ, ওলন্দাজ, তারপরে ইংরেজ পারেনি লুঠতে ওরা শিক্ষা-সংস্কৃতি,

বাংলার সাক্ষরতা এনেছে সবার কাছে দেশের সাথে দশেরও স্বীকৃতি

গঙ্গা নদীর পাড়ে রবি ঠাকুর আর যত মনীষীর নাম,

শ্রীরামকৃষ্ণ, নিতাই, গৌরাঙ্গ, সবারে আমি জানাই প্রণাম

 

কবির হাতে ধরা সাহিত্যসৃষ্টি, খুঁজে ফেরে চারিদিক কলকাতার মিষ্টি,

শীতের বিকেলে কফির পেয়ালাতে, ভেসে ওঠে প্রেমিকার গোধূলির দৃষ্টি

স্কুলের পড়ুয়া ডুবে বিজ্ঞান-সাগরে, নবীন লেখক মাতে নিজের গল্প পাঠে,

কেউ রণক্লান্ত অটোগ্রাফের নেশাতে, বিনোদন আছে ফ্রি বইমেলার মাঠে 

 

শেষ হবে একদিন এবারের বইমেলা, ফেলে যাবে কত মন বইয়ের পাতাতে,

স্মৃতির পাতাতে রবে অচেনা স্বজন, আসবে আবার ফিরে মন মোর মাতাতে

ভুলতে পারিনা তার লাজুক আকুতি, সইটা দিয়েছি তারে গোধূলি বেলাতে,

আনত আনন তার মনের মুকুরে মোর, প্রেমের প্রথম পাঠ বইয়ের মেলাতে

 

বইমেলা এবারে ছেচল্লিশে দেবে পা, অনন্ত যৌবনা তবু পাঠকের মনে,

লহ মোর কাব্যলিপি হৃদয়-কাননে, হও তুমি অপরূপা ছন্দের কাঁকনে

সাজাব আজ আমি তোমার কবরীতে, ছন্দের কুসুমগুলি গেঁথে নিয়ে হাতে,

বক্ষ উজ্জ্বল তব ছন্দের মণিহারে, বর্ণমালা রবে তব কর্ণভূষণেতে

 

কবি পরিচিতি -

শক্তি পদ মুখোপাধ্যায়, বিএসসি, সিএআইআইবি, ডিআইএম, ডিসিও, এমএ (ইংরাজি), ওঁনার লেখা কবিতা,গল্প এবং প্রবন্ধ বিভিন্ন সামাজিক মাধ্যমে পাঠকদের প্রশংসা লাভ করেছে। ওঁনার লেখা কবিতা, গল্প ও প্রবন্ধ  বর্ডারলেস, পাসএজার, মলিকুল, বেটার দ্যান স্টারবাক্‌স, দি ড্রিবল ড্রেবল রিভিউ,তাৎক্ষনিক, দি পোয়েট, মাইন্ডফু, ডিপ ওভারষ্টক, কাফেলিটম্যাগাজিন, ইন্ডিয়ান পিরিয়ডীকাল, ডাউন ইন দা ডার্ট, একাডেমী অফ দি হার্ট এন্ড মাইন্ড, মিউজ ইন্ডিয়া, বিবেকবার্তা, শব্দদ্বীপ ইত্যাদি  পত্রিকায় প্রকাশিত হয়েছে। শক্তিপদবাবুর কিছু লেখা অদূর ভবিষ্যতে প্রকাশের জন্য গৃহীত হয়েছে বিভিন্ন পত্রিকায়, যেমন  স্কারলেট লিফ রিভিউ, ইত্যাদি”।