নবমী নিশির শেষে সবে আজ জানি
বোঝনি সবার ব্যাথা,
কমলাকান্তের গান তুমিতো শোননি
রামপ্রসাদের গান তাও গেছে বৃথা।
মেনকার আর্তি বয়ে যায় দূরে
উমার যাত্রাপথ করেছে পিছল।
আশার প্রদীপ জ্বালি মনের মুকুরে
আগমনীর সুরে রব অবিচল।
উমারে সবার সাথে করবো গ্রহণ
নিয়ে যাব ঘরে সামনের বছরে।
প্রতিবারে স্মরণীয়া সেই শুভক্ষন
নবমীতে প্রণমি তাই নতশিরে,
“সর্বস্বরূপে
সর্বেশে সর্বশক্তিসমন্বিতে।
ভয়েভ্যস্ত্রাহি নো দেবী দুর্গে দেবী নমস্তুতে”।
লেখক পরিচিতি –
শক্তি পদ মুখোপাধ্যায়, ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ আধিকারিক। ওঁনার লেখা কবিতা,গল্প এবং প্রবন্ধ বিভিন্ন সামাজিক মাধ্যমে পাঠকদের প্রশংসা লাভ করেছে। তিন বছর আগে শক্তিপদবাবুর লেখা এবং পরিচালনায় একটি গীতিনাট্য প্রভূত সাফল্যের সঙ্গে মঞ্চস্থ হয়। ওঁনার লেখা কবিতা, গল্প ও প্রবন্ধ, বর্ডারলেস, পাসএজার, মলিকুল, বেটার দ্যান স্টারবাক্স, ইত্যাদি ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
শক্তিপদবাবুর কিছু লেখা অদূর ভবিষ্যতে প্রকাশের জন্য গৃহীত হয়েছে বিভিন্ন ম্যাগাজিনে, যেমন, দি ড্রিবল ড্রেবল রিভিউ, মিউজ ইন্ডিয়া, ইত্যাদি।