Advt

Advt

Prakriti ebong aami, Just a drop of love, poem / poetry, kabita, by Dhananjoy Paul, Tatkhanik digital bengali bangla online web e magazine, প্রকৃতি ও আমি, কবিতা

Prakriti ebong aami, Just a drop of love, poem / poetry, kabita, by Dhananjoy Paul, Tatkhanik digital bengali bangla online web e magazine, প্রকৃতি ও আমি, কবিতা

 

শুকিয়ে যাওয়া

নেতিয়ে পড়া 

যেই গাছটাকে 

 তুই হাতের স্পর্শে 

ভালোবাসার সিঞ্চনে 

বাঁচাবার চেষ্টা করেছিলি

 

সেই গাছটা 

নতুন করে বাঁচবার চেষ্টায়

আবার তার নতুন পাতা ছড়িয়ে দিয়েছে

 

উঠে দাঁড়িয়েছে 

মাথা উঁচু করে 

তোর আদর খেতে খেতে ।

 

একে একে ডালপালা বিস্তার করে _

গাছে ফুল ফুটেছে 

বাতাসে তার সুবাসও ছড়িয়ে পড়েছে

 

আর চাঁদনী রাতে 

সবাই যখন থাকে ঘুমিয়ে 

সে তখন স্নান করে জ্যোৎস্নার কিরণে ।

 

এভাবেই দিন কাটে

রাত হয় ভোর

কেউ কি খবর রাখে আমার আর তোর! 

কবি পরিচিতি –

ধনঞ্জয় পাল চাকুরীজীবি। শিলিগুড়ি নিবাসী। সংস্কৃতিমনস্ক, সাহিত্যপ্রেমী । বিভিন্ন সাহিত্য পত্রিকায় লেখালিখি করেন। সাহিত্য নিয়ে থাকতেই বেশি ভালবাসেন।    

Tatkhanik digital bengali online e magazine