জাল
কুমার আশীষ রায়
চারিদিকে অদৃশ্য জালবিস্তার
মহাকালের বিনীত কুম্ভীরাশ্রু
ভাল-মন্দ, দেয়া নেয়ার
বিনিময় চক্র
পরিণামে --- অস্তিত্বের চরম যতিচিহ্ন ।
শেষ থেকে শুরুর সূচনায়
পুনর্লক্ষ্য সাধিত, ক্রিয়মান
প্রেরণায়
ধাবিত চিরপন্থা অবলম্বনে
প্রারব্ধ-সঞ্চিত পথসম্বলে
দ্বিধাগ্ৰস্ত --- আকারের মতভেদে
সাকার নিরাকারের প্রাকারে আবদ্ধ ,
উৎকন্ঠায় যার ভাঙনে মুক্তির নিঃশ্বাস
তর্ক বিতর্কের ঊর্ধ্বে
**********
অভিলাষ
কুমার আশীষ রায়
আমার দুঃখ জিতে যদি
পাও হৃদয়ে স্থান
পূণ্য পাপের কি আর বুঝি
পাব জানি মান
ঊর্বর ওই চিত্ত তোমার
জাগায় সবুজ প্রাণ
পল্লবিত ছোট্ট চারায়
ধরবে মধুর গান ।
আশায় আশায় ভরবে হৃদয়
কাটবে হেসে খেলে
স্বপ্ন দেখি, জগতটাকে
জিতবো তোমায় পেলে ।
ফিরিয়ে দেবে স্বচ্ছ সকাল
তোমার প্রেমের আলো
জীবনান্তকালে সুখের
স্পর্শপ্রদীপ জ্বালো ।
তোমার কাছেই দুঃখ শোকের
অন্ধকারের নাশ
এইটুকু তাই জীবন শেষে
সুপ্ত অভিলাষ ।
কবি পরিচিতি :-