Advt

Advt

Kumar Ashish Roy-er duti Kabita/Poem, Jaal ebong Abhilash, Tatkhanik Digital Online e magazine, কবিতা, কুমার আশীষ রায়

 

Kumar Ashish Roy-er duti Kabita, Jaal ebong Abhilash, Tatkhanik Digital Online e magazine, কবিতা, কুমার আশীষ রায়

জাল

কুমার আশীষ রায়

 

চারিদিকে অদৃশ‍্য জালবিস্তার

মহাকালের বিনীত কুম্ভীরাশ্রু

ভাল-মন্দ, দেয়া নেয়ার বিনিময় চক্র

পরিণামে ---  অস্তিত্বের চরম যতিচিহ্ন ।

 

শেষ থেকে শুরুর সূচনায়

পুনর্লক্ষ‍্য সাধিত, ক্রিয়মান প্রেরণায়

ধাবিত চিরপন্থা অবলম্বনে

প্রারব্ধ-সঞ্চিত পথসম্বলে

 

দ্বিধাগ্ৰস্ত ---  আকারের মতভেদে

সাকার নিরাকারের প্রাকারে আবদ্ধ ,

উৎকন্ঠায় যার ভাঙনে মুক্তির নিঃশ্বাস

তর্ক বিতর্কের ঊর্ধ্বে

 

**********

 অভিলাষ

কুমার আশীষ রায়

 

আমার দুঃখ জিতে যদি

পাও হৃদয়ে স্থান

পূণ‍্য পাপের কি আর বুঝি

পাব জানি মান

 

ঊর্বর ওই চিত্ত তোমার

জাগায় সবুজ প্রাণ

পল্লবিত ছোট্ট চারায়

ধরবে মধুর গান ।

 

আশায় আশায় ভরবে হৃদয়

কাটবে হেসে খেলে

স্বপ্ন দেখি, জগতটাকে

জিতবো তোমায় পেলে ।

 

ফিরিয়ে দেবে স্বচ্ছ সকাল

তোমার প্রেমের আলো

জীবনান্তকালে সুখের

স্পর্শপ্রদীপ জ্বালো ।

 

তোমার কাছেই দুঃখ শোকের

অন্ধকারের নাশ

এইটুকু তাই জীবন শেষে

সুপ্ত অভিলাষ ।

কবি  পরিচিতি :-

জন্ম মুর্শিদাবাদপশ্চিমবঙ্গ । সেখানে কিছুটা পড়াশোনাপরে পাটনা ও শেষে দিল্লী থেকে বিজ্ঞানে স্নাতক । কেন্দ্রীয় সরকারের তথ‍্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । সাহিত‍্যসঙ্গীতব‌ই- পড়াদর্শনমনোবিজ্ঞানযোগ-ব‍্যায়ামআধ‍্যাত্মিকতা ও প্রেত-তত্ত্ব ইত‍্যাদিতে চর্চা । মুক্ত-চিন্তাবিলাসী ও কুসংস্কার বিরোধী । বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি।