নব ভারতের স্তরে স্তরে যার প্রভাব সুপরিচিত
বিবেকানন্দ মহামনীষীর মূল্য অপরিমিত
মোহজাল মোহনিদ্রা ভেঙে, হ'ল চূর্ণ-বিচূর্ণ
জাতির দেহে নব-প্রাণ ভ'রে
বিকশিত পরিপূর্ণ
বহুযুগব্যাপী সঞ্চিত গ্লানি দেশ হতে অপসারণে
গর্বিত অক্ষয় বৈদিক শক্তির যোগ-সাধনে
ভাস্কর তেজে যুগায়িতরূপে প্রকাশিত এই দেশে
গভীর, অপার প্রেমে
বিস্ময়ে মানুষকে ভালবেসে
জন্মভূমিই যার বুকে ছিল প্রগাঢ় প্রেমের পাত্রী
লালিত, পালিত
ভারতাঞ্চলে মাতৃস্বরূপা ধাত্রী
মুক্তি প্রয়াসী স্বাধীনতাপ্রিয় স্বামীজী প্লাবন শক্তি
জাগালেন সংগ্ৰামে বিপ্লবী--- অন্তরে দেশভক্তি
সশস্ত্র বিপ্লবে যুক্ত, শুনে
স্বামীজীর কথা
বুঝেছে কষ্ট দেশ জননীর -- পরাধীনতার ব্যথা
নব ভারতে স্বরূপ-মন্ত্র স্থাপিত ঐক্যে গ্ৰহণ
ত্যাগ ও সেবা, উদার
হৃদয়ে প্রেমাকাঙ্খায় বহন
নর-নারী, জাতি, উচ্চ-নীচে মহাশক্তি একত্বে
উদ্গম জীব-শিব মন্ত্রে জয়গান অমরত্বে
প্রেম-পৌরুষ, যুগ্ম-প্রকাশ
জীবনে সমর্থন
বিজ্ঞান আর যুক্তির দ্বারা সত্যনির্ধারণ
দূরীভূত হোক দীনতা, পীড়ন
উন্মুখ বলিদানে
বরণ মৃত্যু আসন্নকে স্বাগত-সম্ভাষণে
রজনী দীর্ঘ ক্ষীয়মান আজ তমসার অবসানে
নবীন ভারত জাগছে দেখ বিবেক-মন্ত্র-দানে ।
কবি পরিচিতি :-
জন্ম মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ । সেখানে কিছুটা পড়াশোনা, পরে পাটনা ও শেষে দিল্লী থেকে বিজ্ঞানে স্নাতক । কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । সাহিত্য, সঙ্গীত, বই-পড়া, দর্শন, মনোবিজ্ঞান, যোগ-ব্যায়াম, আধ্যাত্মিকতা ও প্রেত-তত্ত্ব ইত্যাদিতে চর্চা । মুক্ত-চিন্তাবিলাসী ও কুসংস্কার বিরোধী । বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি।
বিশ্বাস
রাখো
অতন্দ্র
বিশ্বাস---
ঘন কালো
অন্ধকার
ঘিরে রাখে
অদৃশ্য এক
আলোর
বলয়...
অবিশ্বাস্য
!
দুর্যোগ
যতই ঘনঘোর হোক---
তারই মাঝে
নিহিত আছে
জীবনের
স্থির নিঃশ্বাস
অবিভাজ্য...
সত্য !
কবি পরিচিতি :
জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ, ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) , "গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members : Bangadesh, Bhutan, Nepal & Maldives" ( প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি ।
বঙ্গ ও বর্হিবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন ।