ইংরেজি নববর্ষ নিয়ে লিখেছেন –
- কুমার আশীষ রায়
- প্রকাশ অধিকারী
- পান্থ দাস
পুরাতন গত, এসো নবাগত
জীর্ণ কালের পরে,
মুছায়ে হাজার বেদনা অশ্রু
স্বপ্নের কুঁড়ি ধরে ।
নিভে গেল আজ দ্বাদশ প্রদীপ
দেখাও নবীন আলো,
কূ-বর্জনে, মন মন্থনে
উদ্যম-দীপ জ্বালো ।
শুভ চেতনায় জাগো মহাবলী
অমোঘ অঙ্গীকারে,
রঙীন সুখের বার্তা বহনে
স্বাগত সবার দ্বারে ।
যে-শ্বাস হৃদয়ে আনে আশ্বাস
করো প্রবাহিত আজ,
জীবন সরসী রূপরস ভ'রে
ধরো নতুনের সাজ ।
ধরা দেবে এসে ঋতু বসন্ত
নবীনের আবাহনে,
এসে বসো নব-বর্ষদেবতা
দিনপঞ্জিকাসনে ।
ধুয়ে মুছে যাক কালিমা হাজার
ছিল জমা গত রাতে,
নবীন স্বপ্নে দাও বেঁধে বুক
"কুড়ি-বাইশের" প্রাতে ।
শান্তি বীণায় নন্দিত হোক
আগত
বর্ষখানি,
নবদূতরূপে সকলের কানে
শোনার
প্রীতির বাণী ।
কবি পরিচিতি :-
জন্ম মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ । সেখানে কিছুটা পড়াশোনা, পরে পাটনা ও শেষে দিল্লী থেকে বিজ্ঞানে স্নাতক । কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । সাহিত্য, সঙ্গীত, বই-পড়া, দর্শন, মনোবিজ্ঞান, যোগ-ব্যায়াম, আধ্যাত্মিকতা ও প্রেত-তত্ত্ব ইত্যাদিতে চর্চা । মুক্ত-চিন্তাবিলাসী ও কুসংস্কার বিরোধী । বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি।
*******************************
আবার নববর্ষ---
পয়লা জানুয়ারি ।
হর্ষে বিমর্ষ---
সাথে অতিমারি...
নতুন রঙ
নতুন ঢং--
ওমিক্রন হতচ্ছাড়ি...
ধাড়ি ।
কত আর পারি !
তবু মনে আশা
প্রাণে ভালোবাসা---
করোনা-সাগর দেবো পাড়ি...
জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ, ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) , "গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members : Bangadesh, Bhutan, Nepal & Maldives" ( প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি ।
বঙ্গ ও বর্হিবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন ।
ভাবনা শুধুমাত্র এক,
তবে তাঁর ব্যাখ্যা
অনেক,
সময়ের সাথে সাথে
সব পরিবর্তনশীল
তবে কেন,
অসহায়দের দিন
আলো হীন?
শব্দ সাধারণত একটি,
যেথা সোয়েটার !
কেউ শীতে
তাতে গা ঢাকে,
আবার কেউ তাতে
তার আশা ঢাকে ৷
কবি পরিচিতি –
কবি পান্থ দাস থাকেন আগরতলায়। লেখালিখির সাথে জড়িত বিগত ১৩ বছরেরও বেশি সময় ধরে। বর্তমানে ত্রিপুরাসহ পশ্চিমবঙ্গ, বিহার এবং অন্যান্য রাজ্যের বিভিন্ন পত্র-পত্রিকা তথা ম্যাগাজিনের নিয়মিত লেখক। আন্তর্জাতিক লেখা নিয়েও কাজ চলছে। শিক্ষা জীবনে, শিক্ষা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। পশ্চিমবঙ্গ থেকে বি.এড ডিগ্রি।
বর্তমান পেশা শিক্ষকতা। V.H.A.T. Vivekananda Library সামাজিক সংস্থা (N.G.O)-র সাথে যুক্ত।