Advt

Advt

কবিতার পাতা, কবি কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য , স্বাতীলেখা এবং অভিজিত নন্দী, Kabitar Pata, Krishna Mishra Bhattacharya, Swateelekha and Abhijit Nandi, Tatkhanik Bangla/Bengali Web Magazine


স্ন্যাপশট দিল্লি

কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য

যমুনার কালো জলে ভিড় করেছে
নক্ষত্র-রা
লোহার পুলে কোনো জনতা
গোঙায় না
লালকেল্লার পাথরে খিলানে
চাঁদের মেহফিলে
গরহাজির
ঈশক্
দিল্লি গেটের সুনসান সিমেন্ট চবুতরায়
ড্রাগ এডিক্ট, ভিখারি, পকেট মার-এর
ভিড় নেই
ভূতুড়ে ছায়া নাচে
নিগমবোধ ঘাটে
প্লাষ্টিক মোড়া
শবদেহ
আজ পরিচয়হীন
অন্ধকার ছায়া পথে
একসাথে নিরাপদ
ফিজিক্যাল ডিসটেন্টে
নাদির শা
আর
লর্ড ডালহৌসি
শূন্য পাঠশালায়
টেবিল চেয়ার
ধুলোর চাদর জড়িয়ে
অপেক্ষায় থাকে

লেখক পরিচিতি –

জন্ম-কলকাতা য় ।আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা ।

প্রকাশিত গ্রন্থ

১--সাপ শিশির খায় (গল্প গ্রন্থ)
২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)
ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে যুক্ত

প্রকাশিত অডিও ভিডিও সিডি--দিল্লি হাটার্স তিন কবি ।

 

বাংলার দ্রোহ কবি - মাইকেল মধুসূদন দত্ত - কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য, Banglar Droho Kabi - Michael Madhusudan Dutt by Krishna Mishra Bhattacharya, Tatkhanik Bengali / Bangla Emagazine

******************

প্রাণপণের লড়াই!

স্বাতীলেখা

 

আকাশ ভরা মেঘের দেশে--

মন ভেসে যায় একলা,

ঠোঁটের হাসি যত উজ্জ্বল--

দু'চোখ ততই মেঘলা।।

 

হাসনুহানার তীব্র গন্ধে--

শিরায়-শিরায় শিহরণ,

সমাজ যেখানে ধ্বংস বলে--

আমার, সেখানেই অকাল বোধন।।

 

সময় পাঁকে পা ডুবে যায়,

নিয়তি হাসে শিয়রে,

প্রাণপণের লড়াই তাই--

প্রতিনিয়ত ভাঙে-গড়ে।।

 কবি পরিচিতি -

নিয়মিত বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন। কবিতার প্রতি বিশেষ আকর্ষণ ছোটবেলা থেকেই। প্রকৃতিকে খুব কাছের থেকে দেখেছেন তাই অন্তরদৃষ্টি খুবই প্রখর। বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত। কবিতা লিখতেই বেশি ভালবাসেন।  বিভিন্ন বাধা-বিপত্তির সময়েও কবিতা তাকে প্রেরণা  দেয়।  কবিতাই তার ধ্যান, জ্ঞান। কবিতার মধ্যেই নিজেকে খুঁজে পান । 

কবিতার পাতা,  কবি কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য এবং স্বাতীলেখা, Kabitar Pata,  Krishna Mishra Bhattacharya and Swateelekha, Tatkhanik Bangla/Bengali Web Magazine

***************************

আজ আঁধারে

অভিজিত,

এক ছড়াকু সেলসMAN।।

 

গতকালের রাতটাকে ---

ওয়াশিং মেশিনে দুমরে মুচরে 

ধুঁয়ে সকালের রোদ্দুরে শুকোতে 

দিয়েছি বারান্দার দড়িতে।

চোখ ঝলসে যাওয়া রোদে,

রাতটা শুকিয়ে,ঝলসানো রুটি ।

রাত জাগা চাঁদটা, সূর্যের আলোর

চাদর গায়ে,টেনে ঘুম দিয়েছে ।

রাতের ঝিঝি পোকা,ফড়িং হয়ে 

উড়ে বেড়াচ্ছে কচি ঘাসের উপর,

প্রজাপতির রংয়ে আরও রঙ্গিন 

বাগানের মরসুমি ফুলগুলো। 

গাছের কোটোরে পেঁচা বসে আছে

রাত্রি ফেরার প্রতীক্ষায়।

খাতার, সাদা পাতায় হিজিবিজি

আঁকা এলোমেলো করে দেয় সব,

তবুও,মানে খোঁজা সারাদিন।

সূর্য ডোবার সময় হয় এলো,এসো

দড়ি থেকে তুলে শুকনো রাতটা

মেলে ধরি দুজনে ,আজ আঁধার 

উপভোগ করব ।

কবি পরিচিতি -

উত্তবঙ্গের একটি বেসরকারী ব্যাঙ্কে বর্তমানে কর্মরত। কবিতা লিখতে ভালবাসেন। কবিতাই তাঁর প্রাণকবিতাই তাঁর জীবন। সময় পেলেই কবিতা লিখতে বসে যান। বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। প্রকৃতির থেকে অনুপ্রেরণা পান। উত্তরবঙ্গের পাহাড়গাছপালানদী তার বড় প্রিয়।  

কবিতার পাতা,  কবি কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য এবং স্বাতীলেখা, Kabitar Pata,  Krishna Mishra Bhattacharya and Swateelekha, Tatkhanik Bangla/Bengali Web Magazine