স্ন্যাপশট – দিল্লি কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য যমুনার কালো জলে ভিড় করেছে লেখক পরিচিতি – জন্ম-কলকাতা য় ।আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা । প্রকাশিত গ্রন্থ ১--সাপ শিশির খায় (গল্প গ্রন্থ) প্রকাশিত অডিও ভিডিও সিডি--দিল্লি হাটার্স তিন কবি ।
****************** |
প্রাণপণের লড়াই!
স্বাতীলেখা
আকাশ ভরা মেঘের দেশে--
মন ভেসে যায় একলা,
ঠোঁটের হাসি যত উজ্জ্বল--
দু'চোখ ততই মেঘলা।।
হাসনুহানার তীব্র গন্ধে--
শিরায়-শিরায় শিহরণ,
সমাজ যেখানে ধ্বংস বলে--
আমার, সেখানেই অকাল
বোধন।।
সময় পাঁকে পা ডুবে যায়,
নিয়তি হাসে শিয়রে,
প্রাণপণের লড়াই তাই--
প্রতিনিয়ত ভাঙে-গড়ে।।
নিয়মিত বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন। কবিতার প্রতি বিশেষ আকর্ষণ ছোটবেলা থেকেই। প্রকৃতিকে খুব কাছের থেকে দেখেছেন তাই অন্তরদৃষ্টি খুবই প্রখর। বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত। কবিতা লিখতেই বেশি ভালবাসেন। বিভিন্ন বাধা-বিপত্তির সময়েও কবিতা তাকে প্রেরণা দেয়। কবিতাই তার ধ্যান, জ্ঞান। কবিতার মধ্যেই নিজেকে খুঁজে পান ।
***************************
আজ আঁধারে
অভিজিত,
এক ছড়াকু সেলসMAN।।
গতকালের রাতটাকে ---
ওয়াশিং মেশিনে দুমরে মুচরে
ধুঁয়ে সকালের রোদ্দুরে শুকোতে
দিয়েছি বারান্দার দড়িতে।
চোখ ঝলসে যাওয়া রোদে,
রাতটা শুকিয়ে,ঝলসানো
রুটি ।
রাত জাগা চাঁদটা, সূর্যের
আলোর
চাদর গায়ে,টেনে
ঘুম দিয়েছে ।
রাতের ঝিঝি পোকা,ফড়িং
হয়ে
উড়ে বেড়াচ্ছে কচি ঘাসের উপর,
প্রজাপতির রংয়ে আরও রঙ্গিন
বাগানের মরসুমি ফুলগুলো।
গাছের কোটোরে পেঁচা বসে আছে
রাত্রি ফেরার প্রতীক্ষায়।
খাতার, সাদা পাতায়
হিজিবিজি
আঁকা এলোমেলো করে দেয় সব,
তবুও,মানে খোঁজা
সারাদিন।
সূর্য ডোবার সময় হয় এলো,এসো
দড়ি থেকে তুলে শুকনো রাতটা
মেলে ধরি দুজনে ,আজ
আঁধার
উপভোগ করব ।
কবি পরিচিতি -
উত্তবঙ্গের একটি বেসরকারী ব্যাঙ্কে বর্তমানে কর্মরত। কবিতা লিখতে ভালবাসেন। কবিতাই তাঁর প্রাণ, কবিতাই তাঁর জীবন। সময় পেলেই কবিতা লিখতে বসে যান। বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। প্রকৃতির থেকে অনুপ্রেরণা পান। উত্তরবঙ্গের পাহাড়, গাছপালা, নদী তার বড় প্রিয়।