Advt

Advt

অশ্রু ঝড়ায় - (কবিতা) - নন্দিতা সাহা , Ashru Jharay (Poem) by Nandita Saha , Tatkhanik Bengali Magazine Online Reading Free

অশ্রু ঝড়ায়

নন্দিতা সাহা

ইন্দিরাপুরম

 

ধর্ম চলে গেছে বহুদূরে,

মনুষ্য সমাজ ছেড়ে।

ধর্মের চোখে অবাক বিষ্ময়--!

আজ তাঁর মানুষ কে বড় ভয়।

দুই চোখে অশ্রু ধারা,

ধর্ম  ভাবে, এরা কারা!

এদের ই হৃদয় আমার বাসস্থান?

 পচা, দূর্গন্ধ ময়, এখানে যে কাঁদে প্রান!

 

চারিদিকে স্তূপাকৃত  পাপ,

আর পাপ!

ধর্ম  দিশেহারা ,করে অনুতাপ।

আঙুল তুলে  যে দোষ দেয়  তারে,

সকলে, যুগে যুগে, বারে বারে।

 

ধর্ম ভাবে,

এ ধরায় এত প্রান!   সব আমার সন্তান।  

শিখিয়েছি প্রেম, শুনিয়েছি   সাম‍্যের গান।

হায়! মানুষ  আজ স--ব গেছে ভুলে,

ন‍্যায়-নীতি , মূল্য বোধ স--ব আজ

বিস্মৃতির অন্তরালে!

 

মানুষ আজ একা----!

ধর্মহীন, চেতনা হীন, বিবেকহীন,

তলিয়ে যাচ্ছে অন্ধকারে, অন্তহীন।

নিঃস্ব মানুষ কৃমি কীট প্রায়,

ধর্ম নীরবে অঝোর অশ্রুঝড়ায়।

অশ্রুধারা মহা প্রলয়ের আভাস,

তাই বুঝি আজ, সৃষ্টি হয় নাশ।

লেখিকার পরিচিতি -

জন্ম পশ্চিমবঙ্গ-র কুচবিহার শহরে। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। প্রথম কবিতার বই ' সুখের ঠিকানা', গল্প সংকলন 'চিরন্তন'। ইংরেজি কবিতার বই 'Bouuet of Poems' বিভিন্ন পত্রিকায় লেখেন। বেশকিছু কিশোর সংকলনে গল্প প্রকাশিত হয়েছে। 

স্টেটস্‌ম্যান, সুখবর, সকালবেলা ইত্যাদি খবরের কাগজে গল্প প্রকাশিত হয়েছে। প্রসাদ, সারথি পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ লেখেন। 'Times of India'-তে বেশ কয়েকবার কবিতা প্রকাশিত হয়েছে। কবিতা দিয়ে সাহিত্য জীবনের শুরু।বর্তমানে কিশোর ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প লিখতেই বেশি ভাল বাসেন ।      

Ashru Jharay (Poem) by Nandita Saha ,  Tatkhanik Bengali Magazine Online Reading Free