খণ্ডিত কল্পনা -
দীনেশ চন্দ্র দাস,
নতুন দিল্লি
সকালে পুরীর অনবদ্য সাগর তীরে
চলেছি একা ঝিনুক তুলে ধীরে ধীরে,
নীরবে কল্পনার বিচ্ছিন্ন জাল বুনে।
হঠাৎ চমকে উঠি আমার নাম শুনে।
থেমে গিয়ে বলি অদৃশ্যে কে তুমি,
সাগর থেকে ভেজা বাতাসে চুমি
অবচেতনের প্রেয়সীকে নিয়ে এলে
পুরাতন ঘটনা প্রবাহের ভীড় ঠেলে!
যৌবনের খন্ডিত প্রথম প্রেমের কথা
স্মৃতিতে এখনও দেয় ব্যর্থতার ব্যথা।
স্বভাবিক প্রশ্ন - কোথায় তুমি চপলা
এখানে না দূরে লজ্জানত বিমলা!
বাতাস থামলো, বাস্তবে এলাম ফিরে
সেই একা শান্ত নিরালা সাগর তটে।
জোয়ার পায়ের নীচের বালু সরালো
সাথে কল্পনার জাল বোনাও থামলো।
কবি পরিচিতি -
স্কুল-কলেজ পেরিয়ে উচ্চশিক্ষা পান আই টি খরগপুর, নেডারল্যান্ডস্ ও জর্জিয়া বিশ্ববিদ্যালয়, ইউ এস এ -তে । কর্মক্ষেত্র উত্তর প্রদেশ-এর তরাই অঞ্চলের গ্রাম, ভারত সরকার-এর অধীনে অরুণাচল-এ, (শিলং-এ থেকে), উটি (তামিলনাড়ু), দেরাদুন-এ (উত্তরাখণ্ড) , কৃষি এবং পরিবেশ মন্ত্রালয়, দিল্লি-তে।
দিল্লির ৩৪ পল্লীর কালীবাড়ির সাথে যুক্ত আছে বিগত ৩০ বছর ধরে। ১৯৪৮ সাল থেকেই লেখেন কিন্তু প্রথম প্রকাশন ২০১৫-তে। কবিতা , গল্প, ভ্রমণ কাহিনী ও প্রবন্ধ ছাপতে থাকে দিল্লির পত্র-পত্রিকাগুলোতে। কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখেন। প্রথম বই ' অনুভূতি বহুরূপে'। অনেক বই প্রকাশিত হয়েছে। বর্তমানে দিল্লিথেকে প্রকাশিত ম্যাগাজিন ' কলমের সাথ রঙ' পত্রিকার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং উচ্চপদে আছেন।