Advt

Advt

আজব দেশ - দীনেশ চন্দ্র দাস Ajab Desh by Dinesh Chandra Das, Tatkhanik Bangla / Bengali Free Web / Online Magazine

 

আজব দেশ

দীনেশ চন্দ্র দাস

নতুন দিল্লি

 

ময়নামতীর তীর ঘেসে

যোজন পেরিয়ে ছড়িয়ে আছে শুধু

মস্ত বিরাট বালুর প্রান্তর ধু-ধু ।

নীল আকাশ মিলছে প্রান্তরে

সবুজ গাছেরা দাঁড়িয়ে দিগন্তরে –

সেই আজব আলোর দেশে ।

 

রঙ বেরঙের ছটায় ঢাকা

মত্ত মাদল দোদুল ছন্দে ভরা

দুঃক্ষ জরার নেইকো লেশ ।

ময়নামতীর শীতল মেঘলা জলে

শাল বনের ছায়ার তলে

অরূপ রঙের দেশ ।

 

সন্ধ্যা সকাল লগন বেয়ে

যেখানে সূর্য চলেন আকাশ পথে

নিত্য নবীন বেশে।

রক্ত রাঙ্গা কিরণ ছটায়

আকাশ মাটিতে হাসি ফোটায়

মায়ার পরিবেশে ।

 

ময়নামতী ছোট্ট নদী

তোমার সাথে ছুটতে পেতাম যদি

ছড়িয়ে অট্টহাসির রেশ

পাহাড় ভেঙ্গে উপল বুকে

আছড়ে পড়ে পরম সুখে

অরূপ রতনের দেশে ।

 

চাইবোনা কিছু আর –

নাম না জানা আমার বাঁশির তানে

হৃদয় ভরব নূতন গানে

চাওয়া পাওয়ার অতীতে থাকব মেতে ।

বলব, ময়নামতী তোমার গতি

বা ছন্দ পাগল চলায় পড়ে না যেন যতি ।