Advt

Advt

dol-khela-kabita-poem-poetry-by-kalipada-chakraborty-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-দোল-খেলা-কালীপদ-চক্রবর্ত্তী

dol-khela-kabita-poem-poetry-by-kalipada-chakraborty-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-দোল-খেলা-কালীপদ-চক্রবর্ত্তী
দোল খেলা

কালীপদ চক্রবর্ত্তী, নতুন দিল্লি

 

চারিদিকে রঙের বাহার

লাল, হলুদ, সবুজ আর নীল

তবুও তো বেঁধে রাখতে পারলে না

দূর থেকে তেপান্তরের মাঠে

 

রোজ কাদা নিয়ে হোলি খেলছে

জঙ্গলি জানোয়ারের শাবকেরা

 কালো মেঘের আড়ালে

দোল দোল খেলা

 

গাঁয়ের মেয়েটা কেঁদে ফেরে

বৃষ্টিতে ধুয়ে যাবে পাপ

 তবুও দোল প্রতিদিন আসে

চলে যায় লজ্জায় মুখ ঢাকে।