Advt

Advt

হার মানবো না - দীনেশ চন্দ্র দাস Tatkhanik Bangla / Bengali Free Web / Online Magazine

 


হার মানবো না ••••••••
দীনেশ চন্দ্র দাস, নতুন দিল্লি

সুদীর্ঘ সুপ্তির পর আজ খুলে গেছে আঁখি
দেখেছি পৃথিবীর বুকে নানা নাটকীয় ফাঁকি।
রুদ্ধকণ্ঠে ধরিত্রী তবুও দিয়েছেন আশ্বাস
জীবন সত্ত্বার সত্যকে তাই করেছি বিশ্বাস।

তাকিয়ে সবার ওপরের সেই অসীমের দিকে।
আত্ম পরিচয় দিলাম আপন রক্তে লিখে,
মিথ্যার আবরণ সরিয়ে সত্যকে বার করে,
অন্যায়ের বহ্নিতে নিজেকে ভষ্ম করে।।

মায়াবিনীর সপ্তরের সুন্দর বীণাখানি
যদি খুলে দেয় মন মাতানো রাগ রাগিনী
ভুলিব না তবুও সেই মত্ত মাদল ঝঙ্কারে
দমিব না মুখোশ পরা দানবের হুংকারে।।

তুলে নেব বৈরাগীর নিরাভরণের একতারা
হবনা দিশাহারা অথবা সত্যে বিশ্বাসহারা
মানুষ মানুষই রব হবনা পৈশাচিক অমানুষ
সত্যে করি পরিহার হবনা মিথ্যের ফানুস।

কবি পরিচিতি -

স্কুল-কলেজ পেরিয়ে উচ্চশিক্ষা পান আই টি খরগপুর, নেডারল্যান্ডস্‌ ও জর্জিয়া বিশ্ববিদ্যালয়, ইউ এস এ -তে । কর্মক্ষেত্র উত্তর প্রদেশ-এর তরাই অঞ্চলের গ্রাম, ভারত সরকার-এর অধীনে অরুণাচল-এ, (শিলং-এ থেকে), উটি (তামিলনাড়ু), দেরাদুন-এ (উত্তরাখণ্ড) , কৃষি এবং পরিবেশ মন্ত্রালয়, দিল্লি-তে।

দিল্লির ৩৪ পল্লীর কালীবাড়ির সাথে যুক্ত আছে বিগত ৩০ বছর ধরে। ১৯৪৮ সাল থেকেই লেখেন কিন্তু প্রথম প্রকাশন ২০১৫-তে। কবিতা , গল্প, ভ্রমণ কাহিনী ও প্রবন্ধ ছাপতে থাকে দিল্লির পত্র-পত্রিকাগুলোতে। কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখেন। প্রথম বই ' অনুভূতি বহুরূপে'। অনেক বই প্রকাশিত হয়েছে। বর্তমানে দিল্লিথেকে প্রকাশিত ম্যাগাজিন ' কলমের সাথ রঙ' পত্রিকার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং উচ্চপদে আছেন।