মুক্তির দিন
নন্দিতা সাহা, ইন্দিরাপুরম
হারিয়েছি কত কিছু!
হারিয়েছি আড্ডা, খুনসুটি
মেলার মাঠে ছুটোছুটি।
হারিয়েছি মশকরা, টিপ্পনী
সবে মিলে কানাকানি।
হারিয়েছি সুর, ছড়া ও ছন্দ,
গল্পের আনন্দ।
বারোয়ারী পূজা, পুষ্পাঞ্জলি
ভোগের প্রসাদ,আরও কত কি যে বলি।
কুয়াশায় মোড়া শীতের সকালে
দলবেঁধে সব পিকনিক চলে।
আজ কেন হায় সবেতেই ইতি,
স্তব্ধ যে আজ কলমের গতি।
হারিয়েছি আজ কত চেনা মুখ
বাতাসে উড়ছে মারণ অসুখ।
চায়ের কাপে ওঠেনা তুফান
অজানা ভয়ে কেঁপে ওঠে প্রাণ
হারিয়েছি সুর, হারায় ভাষা
মনের মাঝে শুধু নিরাশা।
হারায়েছে ঘোরাঘুরি,
এ বাড়ি ,ও বাড়ি,
কয়েছি দুঃখ, সুখের কথা কত
সে দেখাই শেষ দেখা নয়তো!!
খোলা জানালা, বাইরে আকাশ
বন্ধ ঘরেতে শুধু হাঁসফাঁস।
বন্ধ দুয়ারে কান পেতে রই,
মুক্তির দিন এলো বুঝি ওই।
শঙ্খ বাজিয়ে আসবে সে রথে
সেই দিন মোরা হব একসাথে।