রাতের অন্ধকারে ফাঁসি কার্যকর করা হয় কেন!
পরিব্রাজক
আমাদের অনেকের মনেই এ প্রশ্নটা হওয়া স্বাভাবিক যে রাতের অন্ধকারে ফাঁসি দেওয়া হয়
কেন?দিনের বেলা কেন নয়। আমরা দেখেছি
ফাঁসির আসামিকে রাতের অন্ধকারে বা সূর্য উদয়ের আগেই ফাঁসিকাঠে ঝোলানো হয়।
জানা যায়, ‘মডেল প্রিজন ম্যানুয়াল’ অনুযায়ী দিনের সূর্য ওঠার আগেই মৃত্যুদণ্ড কার্যকর করতে হয়।
আর সাধারণত সেটি জেলখানাতেই করা হয়। এর একটি কারণ হল জেলখানার অন্যান্য কয়েদীরা যাতে
কোনও বাধা বা ঝামেলা সৃষ্টি না করতে পারে তাই রাতই হল সবচেয়ে ভাল সময়। কারণ ওই সময়
জেলখানার সব কয়েদিদের তাদের কুঠুরিতে বন্দি করে রাখা হয়।
অন্য কারণটি হল প্রশাসনিক কারণ। মৃত্যুদণ্ড কার্যকর করতে গিয়ে জেলের অন্যান্য কাজকর্ম
যাতে ব্যাহত না হয় সে দিকে নজর রেখেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়। ফাঁসি দেওয়ার পরেও জেলের
কর্তৃপক্ষকে অনেক দায়িত্ব পালন করতে হয়, যেমন মৃতদেহর ডাক্তারি পরীক্ষা, বিভিন্ন নথিপত্র তৈরি, মৃতের পরিবারের
হাতে মৃতদেহ তুলে দেওয়া ইত্যাদি। এসব দায়িত্ব পালন করতে গিয়ে যাতে জেলের অন্যান্য প্রশাসনিক
কাজ বাধাপ্রাপ্ত না হয় তাই এরূপ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া একটি নৈতিক কারণও আছে। ফাঁসি দেওয়ার সময় লক্ষ্য রাখা হয়, আসামিকে যেন অতিরিক্ত মানসিক যন্ত্রণা ভোগ করতে না হয়। অন্য
সময়ে ফাঁসি কার্যকর করা হলে, যতক্ষণ না না ফাঁসি হয় ততক্ষণ আসামিকে খুব বেশি মানসিক যন্ত্রণা বা চাপ ভোগ করতে
হয়। তাই রাতে ঘুমানোর পড়ে সূর্য ওঠার আগেই ফাঁসিতে ঝোলানো হয় আসামিকে।
সামাজিক কারণটি হল, বিশেষভাবে
উল্লেখযোগ্য ফাঁসির ঘটনাগুলো অনেকে সময় আমাদের সমাজে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে।
তাই সেসব পরিস্থিতি এড়িয়ে যাতে সব কিছু নির্বিঘ্নেই সম্পন্ন করা যায় তাই এরূপ ব্যবস্থা
নেওয়া হয়।