একটি আশ্চর্য বিকেল
- রেখা নাথ
মরুদ্যানের মত কংক্রিটের
জঙ্গলের মাঝে সবুজ
গাছ-গাছালিতে ভরা এক
বিশাল পার্ক
বেলা শেষের মুহূর্ত,
যাই যাই বিকেল ও সন্ধ্যা
আগমনের সন্ধিক্ষণে,
এক আশ্চর্য দৃশ্যপট সময়
এঁকে দিচ্ছে প্রকৃতির
ক্যানভাসে ।
গাছ-গাছালির
মাথা থেকে তুলে নিচ্ছে সূর্য
তার কঠিন-কোমল হাত ।
সঘন গাছের শরীর জুড়ে
তুমুল আলোড়ন
ফিরে আসা পাখ-পাখালির
ডানার ঝাপটে ও কলরবে ।
অকস্মাৎ সব শব্দ, সব
কলরব ছাপিয়ে
না ফেরা সাথীর জন্য
কোনও এক অচিন পাখির
আকুতিময় ক্রমাগত ডাকে
সহসা আকাশ-বাতাস ও
সমগ্ৰ চরাচর এক মায়াময়
ভালবাসার আবহে
মথিত হতে থাকে ।
বাতাসও নিজের স্নিগ্ধ ও মৃদু
স্পর্শে কাঁপন জাগায় পাতায়-
পাতায়
চপল মেঘেদের মুখে
মুঠো মুঠো আবির ছড়িয়ে
সূর্য আকাশের ঢাল বেয়ে
নেমে গেছে ক্ষিতিজের পারে ।
আলোছায়া আলোছায়ায়
মাখামাখি
পথে মলমলের মত নরম
অন্ধকারের আস্তরণ শুন্য
থেকে নেমে আসে।
সমস্ত উষ্ণতা ও মুখরতা নিয়ে
বিকেল
সন্ধ্যার স্নিগ্ধ, কোমল ও
নিবিড় আলিঙ্গনে ।
সমর্পণে পরম শান্তি!
সমগ্ৰ পার্ক জুড়ে এক স্বর্গীয়
প্রশান্তি!
ধীরে, আস্তে, ধীরে সন্ধ্যা
নামছে নাগরিক সভ্যতার বুকে ।