কালীপদ চক্রবর্ত্তী
মা দিবসে সবাই নাকি ভালবাসে মা-কে,
আমার মা আজ অনেক দূরে, খুঁজে ফিরি তাঁকে।
১০ই মে, মা-দিবসে ব্যাথায় ভরে বুক,
সকাল সন্ধ্যা মনে পরে মায়ের হাসি মুখ।
জন্মদিয়ে যে মা মোদের জড়িয়ে রাখেন বুকে,
আমরা কেন তাঁকেই ভুলি, যখন থাকি সুখে।
বৃদ্ধা হলেই দেখাই তাঁকে বৃদ্ধাশ্রমের পথ,
যুক্তিদিয়ে বলেও ফেলি মিলছে না আর মত।
কিন্তু কেন ভুলে যে যাই, ইতিহাসের কথা,
আমার ছেলেও দেখছে আমায়, দেবে একই ব্যাথা।
যাঁরা আমায় আলো দেখাল, জীবন করে পাত,
তাঁদের কেন দুঃখ দেব, ছাড়বো কেন সাথ।
আসুন আমরা সবাই মিলে শপথ করি আজ,
মা-বাবা-র কষ্ট হলে করবো না সেই কাজ।
ভবিষ্যতে মা-দিবসে দেখতে আমি চাই,
বৃদ্ধাশ্রমে ক্রন্দনরত একজনও মা নাই।
সবাই যেন সুখে থাকে, পুত্র, কণ্যা সনে,
তবেই দিনটি
সার্থক হবে, থাকে যেন মনে।
Tatkhanik digital bengali online e magazine